skip navigation

MCQ Question

Chapter - 1

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক? 
উ: 47
প্রশ্ন: কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মান খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? 
উ: 144
প্রশ্ন: ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত? 
উ: 25
প্রশ্ন: টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উ: 0.5
প্রশ্ন: ত্রিভুজ ABC এর BE=EF=CF। ABC ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট? 
উ: 72
প্রশ্ন: a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত? 
উ: 4
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলিয়ামের মিশ্রনের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে? 
উ: 80
প্রশ্ন: ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 
উ: 10
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত হলে যে কোন মূলধন ৮ বৎসরে সুদে আসলে ৩ গুন হবে? 
উ: ২৫ টাকা 
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনি ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবারে চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল? 
উ: ২০% 
প্রশ্ন: ত্রিভুজের একটি কোন উহার অপর দুটি কোনের সমষ্টির সমান হলে ত্রিভুজটি- 
উ: সমকোনী 
প্রশ্ন: ১ মিটার কত ইঞ্চির সমান
উ: ৩৯.৩৭ ইঞ্চি
প্রশ্ন: চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
উ: ৭০০ টাকা
প্রশ্ন: ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
উ: ২৫.৯৩ টাকা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -
উ: ৪ লিটার
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
উ: ১২৮ মিটার
প্রশ্ন: ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
উ: 99
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
উ: 64
প্রশ্ন: একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
উ: ৩ জন
প্রশ্ন: ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ? 
উ: ১৫ কি.মি
প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
উ: ১৯২৫ ফুট
প্রশ্ন: a – {a –(a+1)} = কত
উ: a
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
উ: √2(n+1)
প্রশ্ন: 2+3=
উ: 5
প্রশ্ন: 10X3=
উ: 30
প্রশ্ন: 10+3X2=
উ: 16
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মােট কত ভ্যাট দিতে হবে?
উ: ৪২ টাকা
প্রশ্ন: তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উ: ২০%
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত?
উ: ২৬০
প্রশ্ন: পনেরাে মিলিয়ন = কত?
উ: ১৫০০০০০০
প্রশ্ন: ৫০ মিলিয়নে কত কোটি?
উ: ৫ কোটি
প্রশ্ন: ১০০০ মিলিয়নে কত টাকা হয়?
উ: ১০০ কোটি
প্রশ্ন: ৯ কোটি কত?
উ: ৯০ মিলিয়ন
প্রশ্ন: ১ বিলিয়ন হচ্ছে-
উ: একশ কোটি |
প্রশ্ন: ১ ট্রিলিয়ন সমান
উ: একলক্ষ কোটি
প্রশ্ন: বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে?
উ: ১০০
প্রশ্ন: একটি যােগ করতে কম্পিউটারের ৫০ ন্যানাে সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যােগ করতে পারবে?
উ: ২ কোটি
প্রশ্ন: ১০ মিলিয়নে কত কোটি?
উ: ১ কোটি
প্রশ্ন: ন্যানাে সেকেন্ড হলাে-
উ: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
প্রশ্ন: এক গ্রামে কত মিলিগ্রাম?
উ: ১০০০
প্রশ্ন: ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলােগ্রাম?
উ: ০.০২০৫৭৩৪
প্রশ্ন: ১০ মিলিমিটার সমান-
উ: ১ সে.মি
প্রশ্ন: ১ ক্যারেট = কত গ্রাম?
উ: ২ গ্রাম।
প্রশ্ন: ১ ঘণ্টায় কত সেকেন্ড?
উ: ৩৬০০
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
উ: 0
প্রশ্ন: 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2হবে?
উ: 60
প্রশ্ন: 12 টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
উ: 120
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু, 11 এবং ল.সা.গু. 7700, একটি সংখ্যা 275 হলে, অপর । সংখ্যাটি-
উ: 308
প্রশ্ন: 14 জন খেলােয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
উ: 286
প্রশ্ন: x-y = 2 এবং xy = 24 হলে, x -এর ধনাত্মক মানটি
উ: 6