skip navigation

MCQ Question

Chapter - 1

প্রশ্ন: কোনাে গ্রামের ২৫,০০০ জনসংখ্যার মধ্যে ১,৫০০ জন শিক্ষিত। ঐ গ্রামে শিক্ষিতের হার কত?
উ: ৬%
প্রশ্ন: চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলাে। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
উ: ২৫%
প্রশ্ন: চিনির মূল্য ৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৫ টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল?
উ: ১০%
প্রশ্ন: যদি ১২ সদস্যবিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে ৯ জন মহিলা হয়, তা হলে সদস্যের কত ভাগ পুরুষ?
উ: ২৫%
প্রশ্ন: কোনাে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলাে। এর ফলে ঐ স্কুলের মােট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মােট ছাত্র ছাত্রীর সংখ্যা ক
উ: ১৮৩৬
প্রশ্ন: বাজার থেকে ২৫০টি আম কিনে আনার পর তার মধ্যে ১৫টি আম পঁচা পাওয়া গেল। শতকরা কতটি আম ভালাে ছিল?
উ: ৯৪%
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
উ: ৩০%
প্রশ্ন: ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাসের হার কত?
উ: ৭৫%
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
উ: ৮০%
প্রশ্ন: একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
উ: ৮১ জন
প্রশ্ন: কটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
উ: ৩৮৪
প্রশ্ন: একটি স্কুলে মােট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?
উ: ৯০%
প্রশ্ন: কটি স্কুলে মােট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে ২৭ জন অনুপস্থিত ছিল। ঐ দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল?
উ: ৯৫%
প্রশ্ন: জাওয়াদ মােবাইলে ৫ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ১.৫ টাকা এবং ভ্যাট ১৫%। হলে মােট কত টাকা বিল হবে?
উ: ৮.৬২৫ টাকা
প্রশ্ন: একজন দোকানদার ৫০টি কলম বিক্রি করে যে লাভ করে তা ২৫টি কলমের ক্রয় মূল্যের সমান। তার শতকরা কত টাকা লাভ হয়?
উ: ৫০%
প্রশ্ন: এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল?
উ: ২০০ কেজি
প্রশ্ন: রফিক কেয়াকে তার মােট টাকার ৩০% দিয়ে দেখে যে তার নিকট আরও ৩৫০ টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল?
উ: ১৫০
প্রশ্ন: ২০টি কমলার ২০% পচা হলে, ভাল কমলার সংখ্যা
উ: ১৬টি
প্রশ্ন: ডালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের মূল্য কেজি প্রতি কত?
উ: ৯০ টাকা
প্রশ্ন: একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূল্যের উপর ১২% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯,৪০০ টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে?
উ: ২৩২৮ টাকা
প্রশ্ন: ৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা?
উ: ২০৪ টাকা
প্রশ্ন: ১৬০ টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
উ: ১৩৬ টাকা
প্রশ্ন: ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন-
উ: সােহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
উ: ৫০%
প্রশ্ন: 1+3+3=
উ: 7
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি? 
উ: মুমূর্ষু 
প্রশ্ন: Choose the correct alternative to complete the sentence. “ He – to see us he had been able to” 
উ: would come