skip navigation

MCQ Question

DU

প্রশ্ন: নিচের কোন উত্তরটি সঠিক?
উ: জ- ঘোষবর্ণ অল্পপ্রাণ
প্রশ্ন: নিচের কোন ধ্বনিটি ঘোষ?
উ:
প্রশ্ন: কোনটি ঘোষ বর্ণ?
উ:
প্রশ্ন: কোনগুলি স্পর্শধ্বনি?
উ: ক- ম
প্রশ্ন:  বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত?
উ: 5
প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
উ: পাঁচ
প্রশ্ন: বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?
উ: ২৫টি
প্রশ্ন: ক’ থেকে ‘ল’ পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত?
উ: ২৮টি
প্রশ্ন: ক থেকে ঙ পর্যন্ত পাঁচটি ধ্বনি হচ্ছে-
উ: কণ্ঠধ্বনি
প্রশ্ন: কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
উ:
প্রশ্ন: ‘জ’ হল-
উ: তালব্য বর্ণ
প্রশ্ন: কোনটি উষ্ম বর্ণ?
উ:
প্রশ্ন: কোনগুলো দন্ত্যধ্বনি?
উ: ত, থ, দ, ধ, ন
প্রশ্ন: কোনটি দন্ত্য ধ্বনি?
উ:
প্রশ্ন: কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?
উ: প ফ ব ভ
প্রশ্ন: প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো-
উ: ওষ্ঠ্য
প্রশ্ন: কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
উ:
প্রশ্ন: 'ম' বর্ণ উচ্চারিত হয় –
উ: ওষ্ঠ্য থেকে
প্রশ্ন: বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
উ: ৫টি
প্রশ্ন: জিবের ডগা আর উপর-পাটি দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয়-
উ: ত, থ
প্রশ্ন: দন্তমূলের শেষাংশ ও জিহ্বার সহযোগে সৃষ্ট ধ্বনি-
উ:
প্রশ্ন: বাতাসে কোনো রকম বাধা ছাড়া একইসঙ্গে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাগধ্বনিগুলিকে কী বলে?
উ: অনুনাসিক ধ্বনি
প্রশ্ন: বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি?
উ: পাঁচটি
প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি-
উ: নাসিক্য ধ্বনি
প্রশ্ন: ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ-
উ: উয়ো
প্রশ্ন: কোনটি নাসিক্য ধ্বনি?
উ:
প্রশ্ন: পরাশ্রয়ী বর্ণ কোনটি?
উ:
প্রশ্ন: বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
উ: রং, চাঁদ, দুঃখ
প্রশ্ন: ‘স’ ধ্বনিটির পরিচয় কোনটি?
উ: উষ্ম
প্রশ্ন: ‘র’ কোন জাতীয় ধ্বনি?
উ: কম্পনজাত ধ্বনি
প্রশ্ন: পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
উ:
প্রশ্ন: তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
উ: ড়, ঢ়
প্রশ্ন: তাড়নজাত ধ্বনি কোনটি?
উ:
প্রশ্ন:  ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?
উ: তাড়নজাত
প্রশ্ন: তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
উ:
প্রশ্ন:  ‘খণ্ডত (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ড রূপ?
উ:
প্রশ্ন: বাংলা বর্ণমালায় কয়টি ‘ব’ আছে?
উ: 1
প্রশ্ন: মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
উ:  ভাষা।
প্রশ্ন: ভাষা কি? 
উ: ভাবের উচ্চারণ
প্রশ্ন: নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
উ: ভাষা
প্রশ্ন: মানুষের মুখে উচ্চারিত অর্থবােধক ও মনােভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে- 
উ:  ভাষা
প্রশ্ন: ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
উ: ভাষা
প্রশ্ন: কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
উ:  ইশারা বা অঙ্গভঙ্গি। 
প্রশ্ন:  ইন্দো-ইউ(রাপীয় ভাষার কয়টা শাখা? 
উ: দুটো
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলাের আদিম উৎস কি?
উ:  অনার্য ভাষা।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন-
উ:  বৈদিক
প্রশ্ন: বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?
উ:  বৈদিক ভাষা
প্রশ্ন: আর্যভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
উ: প্রাচীন ভারতীয় আর্যভাষা 
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি? 
উ:  প্রাকৃত ভাষা
প্রশ্ন: ‘প্রাকৃত' শব্দটির অর্থ- 
উ: স্বাভাবিক