skip navigation

MCQ Question

DU

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমােক্ত একটি ভাষা থেকে-
উ: প্রাকৃত
প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? 
উ: অপভ্রংশ
প্রশ্ন: ‘অপভ্রংশ' কথাটির অর্থ কি?
উ:  বিকৃত
প্রশ্ন:  বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- 
উ: মাগধী প্রাকৃত হতে
প্রশ্ন: বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।' এ মতের প্রবক্তা কে?
উ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্ন: বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? 
উ: গৌড়ীয় প্রাকৃত 
প্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
উ: গৌড়ীয় প্রাকৃত
প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
উ: গৌড়ীয় অপভ্রংশ
প্রশ্ন:  বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
উ: ইন্দো-ইউরােপীয় 
প্রশ্ন:  ইন্দো-ইউরােপীয় মূল ভাষাগােষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? 
উ: বাংলা।
প্রশ্ন:  কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উ:  বঙ্গ-কামরূপী
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? 
উ: খ্ৰী খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়।
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব হয়- 
উ: সপ্তম খ্রিস্টাব্দে।
প্রশ্ন: বাংলা ভাষার বয়স কত? 
উ:  ১০০০ বছর
প্রশ্ন: বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
উ:  দশম থেকে চতুর্দশ শতাব্দী 
প্রশ্ন: ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম? 
উ: রামায়ণ
প্রশ্ন: বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?|অথবা, বাংলা ভাষারীতির কয়টি রূপ?
উ: 6
প্রশ্ন:  বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি?
উ: আঞ্চলিক ও সর্বজনীন 
প্রশ্ন:  ভাষার মৌলিক রীতি কোনটি? 
উ: কথা বলার রীতি
প্রশ্ন: ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়? 
উ:  সাধু রীতি
প্রশ্ন: সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
উ: উপভাষা
প্রশ্ন: ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- 
উ: অক্ষয় কুমার দত্ত
প্রশ্ন: বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
উ: কথ্য রীতি
প্রশ্ন: আলালী বা হুতােমী ভাষা বলা হয় কোন ভাষাকে? 
উ: সংস্কৃত
প্রশ্ন:  চলিত ভাষাকে জনপ্রিয় করেন
উ: কাজী নজরুল ইসলাম 
প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উ: প্যারীচাদ মিত্র। 
প্রশ্ন: চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
উ:  বনফুল
প্রশ্ন: চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি?
উ:  শিখা
প্রশ্ন: বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
উ: বঙ্গদর্শন 
প্রশ্ন:  ‘সবুজপত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত? 
উ: এক শ্রেণির লেখকদের আলােচিত রচনা সংকলন।
প্রশ্ন:  ‘সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
উ:  আঞ্চলিক ভাষা।
প্রশ্ন: প্রমথ চৌধুরীর ‘বীরবলী রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
উ:  সবুজপত্র 
প্রশ্ন:  প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? 
উ: সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
প্রশ্ন: চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
উ: প্রমিত ভাষা
প্রশ্ন: কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? 
উ:  তৎসম শব্দের বহুল ব্যবহার
প্রশ্ন:  কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
উ: প্রমথ চৌধুরী
প্রশ্ন: কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
উ: যশাের
প্রশ্ন:  বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
উ:  লেখ্য রীতি
প্রশ্ন: কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট?
উ:  কথ্য ভাষা
প্রশ্ন: ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
উ: সাধু রীতি
প্রশ্ন: চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযােজ্য? 
উ: অপরিবর্তনীয়
প্রশ্ন: বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
উ:  কৃত্রিমতা বর্জিত
প্রশ্ন: ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
উ: আঞ্চলিক রীতি
প্রশ্ন:  ‘তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
উ: সাধু রীতি
প্রশ্ন: ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
উ: চলিত রীতি
প্রশ্ন: বাংলা সাধু ভাষা বলতে বােঝায়-
উ:
প্রশ্ন: সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? 
উ:  বিদেশি
প্রশ্ন: কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য?
উ: সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার।
প্রশ্ন: সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? 
উ: গুরুগম্ভীর
প্রশ্ন: কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
উ: সাধু ভাষায়।