skip navigation

MCQ Question

পদ , ধাতু ও উপসর্গ ( রুপ তত্ত্ব), প্রকৃতি ও প্রত্যয়

প্রশ্ন: টা ' 'টি ' 'টো ' ইত্যাদি শব্দ বা শব্দাংশ কে বলা হয় -
উ: পদাশ্রিত নির্দেশক
প্রশ্ন: একটু ' শব্দের 'টু ' কী ?
উ: পদাশ্রিত নির্দেশক
প্রশ্ন: ন্যাকামিটা এখন রাখ ' বাক্যে 'ন্যাকামি ' শব্দের সাথে 'টা ' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে ?
উ: নিৰ্থকতা
প্রশ্ন: এক যে ছিল রাজা ' -এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহিত হয়েছে ?
উ: অনির্দিষ্টতা অর্থে
প্রশ্ন: অনুসর্গ শব্দের কোন খানে বসে ?
উ: পরে
প্রশ্ন: কোনটি অনুসর্গ নয় ?
উ: অন্য
প্রশ্ন: হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতে সে ' -বাক্যটিতে 'দিয়ে ' হলো -
উ: অনুসর্গ
প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ?
উ: ধাতু
প্রশ্ন: ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যাই না ,তাকে বলে -
উ: ধাতু
প্রশ্ন: ধাতু কয় প্রকার ?
উ: তিন
প্রশ্ন: যে ধাতু বিশ্লেষণ করা যায় না ,তাকে বলা হয় -
উ: মৌলিক ধাতু
প্রশ্ন: কোনটি বাংলা ধাতু ?
উ: কাট
প্রশ্ন: পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত ?
উ: সংস্কৃত
প্রশ্ন: কোনটি নাম ধাতুর উদাহরণ ?
উ: মুচড়ানো
প্রশ্ন: কোন ধাতুগুলা মূলত এক -
উ: প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
প্রশ্ন: কাজটি ভাল দেখায় না -এই বাক্যের 'দেখায় ' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ ?
উ: কর্মবাচ্যের ধাতুর
প্রশ্ন: যা কিছু হারায় গিন্নী বলেন , কেষ্টা বেটাই চোর -এখানে হারায় কোন ধাতু ?
উ: প্রযোজ্য ধাতু
প্রশ্ন: অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি ?
উ: কোনটিই নয়
প্রশ্ন: প্রকৃতি বলতে কি বোঝায় ?
উ: শব্দ ও ধাতুর মূল
প্রশ্ন: শব্দ ও ধাতুর মুলকে বলে ?
উ: প্রকৃতি
প্রশ্ন: যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি ?
উ: প্রকৃতি
প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় -
উ: প্রকৃতি
প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে বলে
উ: প্রতিপাদিক
প্রশ্ন: যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে -
উ: প্রত্যয়
প্রশ্ন: শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়াপকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় ,তাকে কি বলে ?
উ: প্রত্যয়
প্রশ্ন: ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদেশ্য কি ?
উ: নতুন শব্দ গঠন
প্রশ্ন: শব্দের কোথায় প্রত্যয় বসে ?
উ: পরে
প্রশ্ন: প্রত্যয় কত প্রকার ?
উ: ২ প্রকার
প্রশ্ন: খেলনা ' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
উ: খেল +না
প্রশ্ন: প্রেম' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
উ: প্রিয় +ইমন
প্রশ্ন: ধার ' শব্দটির সন্ধি -বিচ্ছেদ হচ্ছে -
উ: ধার + অ
প্রশ্ন: প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক ?
উ: উৎ + ভিধ
প্রশ্ন: বর্ধিষ্ণ ' শব্দের প্রকৃতি প্রত্যয় -
উ: বৃধ +ইস্যু
প্রশ্ন: নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত ?
উ: খণ্ডিত
প্রশ্ন: য-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?
উ: দারিদ্র
প্রশ্ন: প্রত্তয়স্ত শব্দ -
উ: প্রত্যাশা
প্রশ্ন: জনতা ' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে -
উ: প্রত্যয়যোগে
প্রশ্ন: ফুড়োন ' শব্দটি গঠিত হয়েছে -
উ: প্রত্যয়যোগে
প্রশ্ন: প্রত্তয়গভাবে শুদ্ধ কোনটি ?
উ: উৎকর্ষ
প্রশ্ন: উৎকর্ষতা ' কি কারণে অশুদ্ধ ?
উ: প্রত্যয়জনিত
প্রশ্ন: দারিদ্রতা ' শব্দটি অশুদ্ধ কেন ?
উ: প্রত্যয়জনিত কারণে
প্রশ্ন: ফুলদানি ' শব্দের 'দানির ' ভাষিক পরিচয় -
উ: শব্দ প্রত্যয়
প্রশ্ন: নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ?
উ: শুভেচ্ছা
প্রশ্ন: কৃত প্রত্যয় কাকে বলে ?
উ: ধাতুর সংগে যুক্ত প্রত্যয়
প্রশ্ন: ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
উ: কৃৎ প্রত্যয়
প্রশ্ন: ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে -
উ: কৃদন্ত শব্দ
প্রশ্ন: কৃৎপ্রত্যয়ে সাধিত পদটিকে বলা হয় -
উ: কৃদন্ত পদ
প্রশ্ন: উক্তি -এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
উ: √বচ + ক্তি
প্রশ্ন: √কাদ + অন '-কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত ?
উ: কৃৎ প্রত্যয়
প্রশ্ন: গমন ' শব্দের মূল ধাতু কোনটি ?
উ: গম