skip navigation

MCQ Question

সংকল্প

প্রশ্ন: বীরেরা কী সাদরে গ্রহণ করেছে?
উ: মরণ-যন্ত্রণাকে
প্রশ্ন: এক দেশ থেকে আরেক দেশকে এককথায় কী  বলা যায়?     
উ: দেশান্তর    
প্রশ্ন: মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও হাসি মুখে কারা সহ্য করতে পারে?   
উ: যারা বীর
প্রশ্ন: বিশ্বজগৎকে জানার কেমন কৌতূহল কিশোরের?     
উ: অদম্য
প্রশ্ন: সংকল্প কবিতার মূলভাব কী?          
উ: কিশোরের বিশ্বকে জানার আগ্রহ
প্রশ্ন: কিশোর কিসের সংকল্প করে?         
উ: পৃথিবীকে জানার
প্রশ্ন: কিশোর কোথায় থাকতে চায় না?
উ: বদ্ধ ঘরে
প্রশ্ন: ‘বদ্ধ’ শব্দের অর্থ হলো
উ: বন্ধ
প্রশ্ন: কিশোর বিশ্বজগৎ কীভাবে দেখবে?
উ: ঘুরে ঘুরে কাছ থেকে
প্রশ্ন: ‘জগৎ’ শব্দের অর্থ কী
উ: পৃথিবী 
প্রশ্ন: কবিতাংশে প্রকাশিত হয়েছে
উ: কিশোর মনের কৌতূহলের কথা