skip navigation

MCQ Question

Chapter - 1

প্রশ্ন: 10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়ােগ করলে মােট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
উ: 9.2%
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি
উ: 142
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যােগফল 12 হলে সংখ্যাটি কত?
উ: 39
প্রশ্ন: একটি গুণােত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি
উ: 5
প্রশ্ন: 17 সে.মি., 15 সে.মি., ৪ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে
উ: সমকোণী
প্রশ্ন: 0টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকীগুলাে ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলাে থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
উ: 182
প্রশ্ন: 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
উ: 25%
প্রশ্ন: 261টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
উ: 135
প্রশ্ন: 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে.মি.?
উ: 5
প্রশ্ন: 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
উ: 84
প্রশ্ন: 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনাে একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
উ: 5/11
প্রশ্ন: টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
উ: 4
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গ.সা.গু, 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
উ: 12
প্রশ্ন: কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
উ: 12.5%
প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে?
উ: 35 বছর
প্রশ্ন: কোনাে দেশের স্থুল জন্মহার ৪৬ এবং স্থুল মৃত্যুহার ২০। স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার কত?
উ: 2.6 জন
প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানাে আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
উ: ১৪০ মিটার
প্রশ্ন: ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রােপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলাে চারা রােপণ করা যাবে?
উ: ৫১টি
প্রশ্ন: আপনার কাছে ২০টি ১০০ টাকার নোেট আছে। তা থেকে ৫টি ১০০ টাকার নােট ছােট ভাইকে দিলে কত টাকা থাকবে?
উ: ১৫০০ টাকা
প্রশ্ন: আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
উ: ১৯৬০ সালে
প্রশ্ন: C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্যের একক--
উ: সেন্টিমিটার
প্রশ্ন: C.G.S পদ্ধতিতে ভরের একক-
উ: গ্রাম
প্রশ্ন: মেট্রিক (M.K.S) পদ্ধতিতে ভরের একক কোনটি?
উ: কিলােগ্রাম
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?
উ: ৩৯.৩৭ ইঞ্চি
প্রশ্ন: ৬ ইঞ্চি X ৬ ইঞ্চি = কত?
উ: ৩৬ বর্গ ইঞ্চি
প্রশ্ন: ১ কি.মি. সমান কত মাইল?
উ: ০.৬২ মাইল
প্রশ্ন: ১ নটিক্যাল মাইল সমান-
উ: ১.৮৫২ মাইল
প্রশ্ন: ১ নটিক্যাল মাইল = কত কি.মি.?
উ: ১.৮৫২
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত মিটার?
উ: ১৮৫৩.১৮ মিটার
প্রশ্ন: সমুদ্রে পানির গভীরতা মাপার একক-
উ: ফ্যাদম
প্রশ্ন: ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
উ: ২.৫৪ সে.মি.
প্রশ্ন: এক মাইল = ?
উ: ১৭৬০ গজ
প্রশ্ন: ১ মাইলে কত কিলােমিটার?
উ: ১.৬ কি.মি.
প্রশ্ন: এক কিলােমিটার কত মাইলের সমান?
উ: ৫/৮
প্রশ্ন: দুই ইঞ্চি কত সে.মি. এর সমান?
উ: ৫.০৮ সে.মি.
প্রশ্ন: এক বর্গইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?
উ: ৬.৪৫
প্রশ্ন: ১ একর সমান কত বর্গফুট?
উ: ৪৩৫৬০
প্রশ্ন: ২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ?
উ: ১/১০
প্রশ্ন: আজাদ সাহেবের মাসিক বেতন ১৫,০০০ টাকা। এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?
উ: ১৬,০৫০ টাকা
প্রশ্ন: কোন বছরে একটি গ্রামের লােকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লােকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লােক সংখ্যা কত ছিল?
উ: ৬০০০
প্রশ্ন: প্রতি বছর কোনাে শহরের লােকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লােক বৃদ্ধি পেলে ঐ শহরের মােট লােকসংখ্যা কত?
উ: ১০০০০
প্রশ্ন: সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
উ: ১৩৩২০ টাকা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লােক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
উ: ৮৫০০ টাকা
প্রশ্ন: আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
উ: ১২০০০০ টাকা
প্রশ্ন: ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
উ: ৫,০০০ টাকা
প্রশ্ন: রাসেলের মাসিক বেতন ১০% বৃদ্ধি পেয়ে ১,৬৫০ টাকা হল। রাসেলের মাসিক বেতন আগে কত ছিল?
উ: ১,৫০০ টাকা
প্রশ্ন: কটি দ্বীপের লােকসংখ্যা ৬৫০৬৫০। ঘূর্ণিঝড়ে শতকরা ২০ ভাগ লােক নিহত হয়। ঐ দ্বীপে ঘূর্ণিঝড়ের পর লােকসংখ্যা কতজন?
উ: ৫২০৫২০ জন
প্রশ্ন: কটি গ্রামের লােকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লােকসংখ্যা কত ছিল?
উ: ১৫০০
প্রশ্ন: কোন বছরে একটি গ্রামের লােকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লােক সংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লােকসংখ্যা কত ছিল?
উ: ৩০০০
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার আগের বেতন ছিল
উ: ৮৫০ টাকা