skip navigation

MCQ Question

এই দেশ এই মানুষ

প্রশ্ন: আমরা বাংলাদেশে জন্মেছি এটি আমাদের
উ: সৌভাগ্য
প্রশ্ন: ‘ইস্টার সানডে’ উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে?    
উ: খ্রিষ্টান
প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী নানা জাতির মানুষের মধ্যে মূল মিল কোনটি?    
উ: সবাই বাংলাদেশের অধিবাসী
প্রশ্ন: বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস?  
উ: ৪টি
প্রশ্ন: দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব?          
উ: হিন্দুদের  
প্রশ্ন: জনজীবন বৈচিত্র্যময় হওয়ায় আমাদের কোনটি হয়েছে?   
উ: গৌরব   
প্রশ্ন: নিজস্ব ভাষা আছে কাদের?              
উ: সাঁওতালদের
প্রশ্ন: বাংলাদেশে নানা জাতির মানুষ কীভাবে বসবাস করে?
উ: মিলেমিশে বন্ধুর মতো     
প্রশ্ন: নানা পেশার মানুষ কী দিয়ে এদেশকে গড়ে তুলছে?
উ: কাজ দিয়ে
প্রশ্ন: এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে?
উ: বাংলা
প্রশ্ন: বাঙালি কারা?                
উ: যারা বাংলা ভাষায় কথা বলে
প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে?
উ: পার্বত্য জেলাগুলোতে
প্রশ্ন: সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে?
উ: রাজশাহী  
প্রশ্ন: কৃষক আমাদের জন্য কী করেন?       
উ: খাদ্যের জোগান দেন  
প্রশ্ন: ‘সাংরাই’ কাদের উৎসব?                
উ: রাখাইনদের
প্রশ্ন: ‘বিজু’ উৎসব কারা পালন করে?         
উ: চাকমারা  
প্রশ্ন: নববর্ষের দিন আমরা কোন উৎসব পালন করি?
উ: পয়লা বৈশাখ   
প্রশ্ন: ‘প্রান্তর’ শব্দের অর্থ কী?
উ: মাঠ
প্রশ্ন: ‘বৈচিত্র্য’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: বিভিন্নতা
প্রশ্ন: ‘বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যময়’ বলতে বোঝানো হয়েছেÑ
উ: বাংলাদেশে নানা ধরনের মানুষের বাস
প্রশ্ন: এই দেশ এই মানুষ অনুচ্ছেদে দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উ: মায়ের সাথে  
প্রশ্ন: নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে কী হবে?
উ: দেশের প্রতি মমতা বাড়বে
প্রশ্ন: বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সাহায্য করছে কীভাবে?
উ: কাজ দিয়ে
প্রশ্ন: ‘শ্রদ্ধা’ শব্দের অর্থ কী?
উ: ভক্তি
প্রশ্ন: বাংলাদেশের মানুষ কীভাবে পেশাকে গড়ে তুলছে?
উ: পরস্পর সহযোগিতা করে
প্রশ্ন: আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন?
উ: দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য
প্রশ্ন: ২৭)  ‘পেশা’ শব্দের অর্থ কী?
উ: জীবিকার উপায়