skip navigation

MCQ Question

Category: C-7 N 15 09 06 অধ্যায় - তাপ ও তাপমাত্রা

Practice Exam

1. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
2. বরফের গলনাঙ্ক কত?
3. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়?
4. উত্তপ্ত বাতাসের সংস্পর্শে আমরা প্রচন্ড উত্তাপ অনুভব করি না কেন?
5. কঠিন – গ্যাসীয়, গ্যাসীয়--কঠিন, প্রক্রিয়াটি কী?
6. ফারেনহাইট স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রা কত?
7. বাতাসের তাপ ধারণ ক্ষমতা খুবই কম কেন?
8. পদার্থের অণুগুলো আন্তঃআণবিক বন্ধন যুক্ত হলে কোন দশা প্রাপ্ত হয়?
9. ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত?
10. কোন প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়?
11. আইসক্রিম ঠাণ্ডা হয় কেন?
12. আগুনের পাশে দাঁড়ালে কোন পদ্ধতিতে তাপ আমাদের কাছে পৌঁছায়?
13. কোন ক্ষেত্রে আগুনের শিখা উপরে না উঠে চারপাশে ছড়িয়ে পড়ে?
14. গ্যাসকে উত্তপ্ত করলে কী ঘটে?
15. জ্বর মাপার থার্মোমিটারে তাপমাত্রার কোন স্কেল ব্যবহৃত হয়?
16. রান্না করার সময় কোন পদ্ধতিতে তাপ খাবারে সঞ্চালিত হয়?
17. একটি গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে কোন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানি জমে?
18. তাপ কি ?
19. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
20. কোনো বস্তু হতে কি পরিমাণ তাপ আমাদের শরীরে প্রবাহিত হবে, সেটি কোন বিষয়ের উপর নির্ভর করে?