skip navigation

MCQ Question

অধ্যায় ৬ : তাপ ও তাপমাত্রা

প্রশ্ন: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উ: বায়বীয়
প্রশ্ন: কোন রঙের কাপড় তাপ শোষণ করে বেশি?
উ: কালো
প্রশ্ন: পানির অণুর গতিবেগ খুব বেশি বেড়ে গেলে কোনটি ঘটে?
উ: বাষ্পীভবন
প্রশ্ন: সকল পদার্থ মূলত কী দিয়ে গঠিত?
উ: পরমাণু
প্রশ্ন: তাপ কি ?
উ: শক্তি
প্রশ্ন: তাপমাত্রা কি ?
উ: তাপীয় অবস্থা
প্রশ্ন: আইসক্রিম ঠাণ্ডা হয় কেন?
উ: তাপমাত্রা কম বলে
প্রশ্ন: তাপ প্রয়োগে একটি সুচের পরমাণুগুলোর অবস্থা কী হয়?
উ: কম্পন বৃদ্ধি পায়
প্রশ্ন: তাপ প্রয়োগে কঠিন পদার্থের অনুগুলোর মধ্যে কী ঘটে?
উ: কম্পন বৃদ্ধি পায়।
প্রশ্ন: তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের অনুগুলোর মধ্যে কী ঘটে?
উ: মুক্তভাবে ওড়াওড়ি করে
প্রশ্ন: তাপমাত্রার আন্তর্জাতিক একক কী?
উ: কেলভিন
প্রশ্ন: ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
উ: 98.4 °F
প্রশ্ন: একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
উ: 37 °C
প্রশ্ন: সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়?
উ: 273.15
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত?
উ: -273.15°
প্রশ্ন: জ্বর মাপার থার্মোমিটারে তাপমাত্রার কোন স্কেল ব্যবহৃত হয়?
উ: ফারেনহাইট
প্রশ্ন: ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত?
উ: 32 °F
প্রশ্ন: ফারেনহাইট স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রা কত?
উ: 212°F
প্রশ্ন: তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
উ: 3টি
প্রশ্ন: রান্না করার সময় কোন পদ্ধতিতে তাপ খাবারে সঞ্চালিত হয়?
উ: পরিবহন
প্রশ্ন: কোন পদ্ধতিতে কম্পন এক অণু থেকে অন্য অনুতে সঞ্চালিত
উ: পরিবহন
প্রশ্ন: চায়ের কেটলিতে পানি কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়।
উ: পরিচলন
প্রশ্ন: তরল পদার্থকে উত্তপ্ত করলে এর ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়?
উ: কমে
প্রশ্ন: গ্যাসকে উত্তপ্ত করলে কী ঘটে?
উ: হালকা হয়ে যায়
প্রশ্ন: কোন ক্ষেত্রে আগুনের শিখা উপরে না উঠে চারপাশে ছড়িয়ে পড়ে?
উ: রকেটে
প্রশ্ন: সূর্যের তাপ কোন পদ্ধতিতে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছে?
উ: বিকিরণ
প্রশ্ন: আগুনের পাশে দাঁড়ালে কোন পদ্ধতিতে তাপ আমাদের কাছে পৌঁছায়?
উ: বিকিরণ
প্রশ্ন: মাধ্যম ছাড়া কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে?
উ: বিকিরণ
প্রশ্ন: কোনো বস্তু হতে কি পরিমাণ তাপ আমাদের শরীরে প্রবাহিত হবে, সেটি কোন বিষয়ের উপর নির্ভর করে?
উ: বস্তু কী পরিমাণ তাপ ধারণ করল
প্রশ্ন: উত্তপ্ত বাতাসের সংস্পর্শে আমরা প্রচন্ড উত্তাপ অনুভব করি না কেন?
উ: বাতাসের তাপ ধারণ ক্ষমতা কম
প্রশ্ন: বাতাসের তাপ ধারণ ক্ষমতা খুবই কম কেন?
উ: ভর খুবই কম বলে
প্রশ্ন: কোন ক্ষেত্রে অল্প তাপ প্রদান করেও উচ্চ তাপমাত্রা নেওয়া যায়?
উ: আপেক্ষিক তাপ কম হলে
প্রশ্ন: উত্তপ্ত একটি সূচকে উত্তপ্ত পানির সংস্পর্শে আনলে তাপের প্রবাহ ঘটবে
উ: সূচ থেকে পানিতে
প্রশ্ন: পদার্থের অণুগুলো আন্তঃআণবিক বন্ধন যুক্ত হলে কোন দশা প্রাপ্ত হয়?
উ: গ্যাস
প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত?
উ: 0°C
প্রশ্ন: তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া কী?
উ: কঠিনীভবন
প্রশ্ন: কোন প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়?
উ: ঘনীভবন
প্রশ্ন: একটি গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে কোন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানি জমে?
উ: ঘনীভবন
প্রশ্ন: কঠিন – গ্যাসীয়, গ্যাসীয়--কঠিন, প্রক্রিয়াটি কী?
উ: উর্ধ্বপাতন
প্রশ্ন: কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
উ: ন্যাপথালিন
প্রশ্ন: কঠিন - বাষ্প , বাষ্প - কঠিন, এই প্রক্রিয়াটি নিচের কোনটির ক্ষেত্রে ঘটে?
উ: আয়োডিন
প্রশ্ন: থার্মোমিটার তৈরিতে কোন ধাতুকে ব্যবহার করা হয়?
উ: পারদ